DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৪ঠা এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ৪ঠা এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ৫টি আসনে জয়ী হলেন যারা

Astha Desk
জানুয়ারি ৮, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর ৫টি আসনে জয়ী হলেন যারা

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত নওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনের নির্বাচন অনুষ্টিত হয়েছে এবং এর বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বেসরকারিভাবে যাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন তারা হলেন, নওগাঁ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে সৌরন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ আসন থেকে ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৫ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ আসন থেকে ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

নওগাঁ-১ আসনে বিজয়ী নৌকা প্রতিকের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬শ ৪৭ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ট্রাক প্রতিকের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৭শ ২১ ভোট।

নওগাঁ-৩ আসনে বিজয়ী নৌকা প্রতিকের প্রার্থী সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবতী পেয়েছেন ৮৪ হাজার ২শ ৮৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ট্রাক ৪০ হাজার ৬শ ৮২ ভোট।

নওগাঁ-৪ আসনে বিজয়ী ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা পেয়েছেন ৮৫ হাজার ১শ ৮০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী নহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১শ ৩২ ভোট।

নওগাঁ-৫ আসনে বিজয়ী নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩শ ৭১ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতিকের প্রার্থী দেওয়ান ছোকার আহম্মেদ শিষান পেয়েছেন ৫২ হাজার ৮শ ৮৪ ভোট।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সম্পন্ন

নওগাঁ-৬ আসনে বিজয়ী ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ওমর ফারুক সুমন পেয়েছেন ৭৬ হাজার ৬শ ৬০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯শ ৭১ ভোট ।

উলেখ্য যে, নওগাঁ-২ আসনে ঈগল (স্বতন্ত্র) প্রতিকের এম.পি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) গত শুক্রবার (২৯ ডিসেম্বর, ২০২৩) ভোর সাড়ে ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় এই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন ইসি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০