DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৮শে এপ্রিল ২০২৫
ঢাকাসোমবার ২৮শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য মালামালসহ আটক

Astha Desk
এপ্রিল ২৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য মালামালসহ আটক

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যসহ ৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)। এ সময় ছিনতাই হওয়া একটি অটো চার্জার ভ্যান ও ব্যাটারি এবং খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি-ডিবি) এম এ মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে নওগাঁর সাপাহার উপজেলার নোচনাহার বাজার থেকে মো. সাদিকুল ইসলাম (৩২) তার নিজস্ব অটো চার্জার ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে ইলিমপুর মোড় এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা চারজন অজ্ঞাতনামা ব্যক্তি তার গতিরোধ করে।

পরে তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে পাশের আমবাগানে নিয়ে গিয়ে মারধর করে অটোভ্যানটি ছিনতাই করে। এ ঘটনায় সাপাহার থানায় মামলা (নং-১৯, তারিখ-২৪/০৪/২০২৫, ধারা-৩৯৪ দণ্ডবিধি) রুজু করা হয়।

এছাড়া, ২৫ এপ্রিল দিবাগত রাত ৩ টার দিকে একই ডাকাত দল পোরশা থানার সরাইগাছী বাজার থেকে আড্ডা বাজারগামী রোডের মশিদপুর এলাকায় আরও একটি অটো চার্জার ভ্যান ছিনতাই করে। এ ঘটনায় পোরশা থানায় মামলা (নং-১৩, তারিখ-২৮/০৪/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) রুজু করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একাধিক টিম রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে গত ২৭ এপ্রিল ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাতরা হলেন, নওগাঁ জেলার পোরশা উপজেলার সোভাপুর গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ আব্দুল জব্বার, সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ সেলিম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পাথরপূজার গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ নুরুজ্জামান।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে দায়িত্বশীলদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা

অপরদিকে, লুণ্ঠিত অটোভ্যান ও যন্ত্রাংশ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ জেলার মান্দা উপজেলার উত্তর কাঞ্চন গ্রামের আলম খানের ছেলে শহিদ খান, একই গ্রামের মোঃ পরেশ আলী মৃধার ছেলে কাওছার আলী মৃধা, কালিকাপুর গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে মতিন মোল্লা, কামারকুড়ি গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে জিয়াউর রহমান এবং শ্রীরামপুর গ্রামের মৃত সোলায়মান মণ্ডলের ছেলে আজিজুল মণ্ডল।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এর মধ্যে মোঃ আব্দুল জব্বারের বিরুদ্ধে ১০টি, মোঃ নুরুজ্জামানের বিরুদ্ধে ৪টি এবং মোঃ সেলিমের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

উল্লেখ্য, আটককৃত মোঃ সেলিম সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, ছিনতাই করা অটোভ্যানের ব্যাটারি ও কাঠামো আলাদা করে বিভিন্ন যন্ত্রাংশে পরিণত করে খুচরা বাজারে বিক্রি করত।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি অটো চার্জার ভ্যান, ১৯টি অটোভ্যানের ব্যাটারি এবং আনুমানিক ১শ ৫০ কেজি ওজনের বিভিন্ন ধরনের খুচরা যন্ত্রাংশ।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮