পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় গগনপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক ইউসুফ আলীর মৃত্যুর ঘটনা ঘটেছে ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় আজ রবিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে বরহট্রী গ্রামের গ্রামীণ সড়কে দুটি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত নজিপুর পৌরসভার হরিরামপুরে বসবাস করে আসলেও জন্মসূত্রে তার বাড়ী ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামে । তার পিতার নাম জানবক্স।
নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব (লাইফ) বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটনা হাসপাতালে নিয়ে আসলে আনুমানিক সাড়ে ৫ টায় চিকিৎসকগন মৃত ঘোষণা করেন।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল সোমবার (১৪ আগস্ট) বাদ যহর নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে । সকল ধর্মপ্রাণ মুসলমানদের জানাজায় শরিক হওয়ার জন্য এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করেছেন তার স্বজনরা। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন ।