DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

Astha Desk
ডিসেম্বর ৩, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় একটি ট্রাক খাদে পড়ে চালক ও তার সহকারী প্রাণ হারান। অন্যদিকে, সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হন।

ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নওহাঁটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, খড়বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সুমন মিয়া (৩৮) ও তার সহকারী মারা যান।
নিহত সুমন মিয়ার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামে। তার বাবার নাম সামছুল আলম। তবে তার সহকারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। পথচারী আবুল কাশেম (৭৫) রাস্তার একপাশ দিয়ে হেঁটে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের দিক থেকে আসা একটি পিকআপ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আবুল কাশেম সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কুদরত প্রামাণিক।

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যান। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪