নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে দাদা-দাদিকে কুপিয়ে জখম করেছে নাতি। ১ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দাদির মৃত্যু হয় বলে জানান নিহতের স্বজনরা।
প্রতিবেশিরা জানায়, সদর উপজেলার মাধবদীতে কাঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামে রোববার সকালে পারিবারিক কলহের জের ধরে কিশোর নাতি মোশাররফ অনিক (১৮) এর ধারালো চাপাতির কোপে দাদা হোসেন আলী (৫৫) ও দাদি আমির জান (৫০) রক্তাক্ত জখম হয়। পরে দাদা ও দাদিকে পার্শবর্তী থানার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। এসময় দাদির অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আহতদের পক্ষে পরিবারের কোন সদস্য না থাকায় থানায় অভিযোগ করা সম্ভব হয়নি।
এদিকে কিছুটা সুস্থ হয়ে আহত স্ত্রীকে হাসপাতালে রেখে ১ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে মাধবদী থানায় অভিযোগ দায়ের করেতে আসেন হোসেন আলী। অভিযোগ লেখার সময় খবর আসে তার স্ত্রী আমিরজান মারা গেছেন। এসময় তিনি কান্নায় ভেঙে পরেন।
হোসেন আলী বলেন, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে আমার নাতি তার দাদি ও আমাকে নানান ভাবে অত্যাচার করে আসছে। সোমবার সকালে আমার ছেলে রফিকুল ও তার স্ত্রী হাফেজা এবং আমার নাতি মোশাররফ আমার স্ত্রী আমিরজানকে মারধর করে। আমি উদ্ধার করতে গেলে মোশাররফ তার হাতে থাকা চাপাতি দিয়ে আমাকে কুপিয়ে আহত করে। আমিরজান মারা গেছেন।
এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।