স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সফরসূচিতে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি আগামী ২৬-২৭ তারিখে বাংলাদেশ সফর করবেন। এসময় তিনি বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফর করবেন। ২৭ তারিখ সকাল ৯টা ৫০ মিনিটে তিনি শ্যামনগরের ঈশ্বরিপুরে অবস্থিত যশোরোশ্বরী দেবি মন্দির পরিদর্শন করবেন। ১০টা ১০ মিনিটে সাতক্ষীরা ত্যাগ করবেন তিনি। ১০টা ৫০মিনিটে গোপালগঞ্জে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পন ও চারাগাছ রোপণ করবেন। এরপর ১১টা ৩৫ মিনিটে তিনি গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন।
হিন্দু সম্প্রদায়ের ৫১ শক্তিপীঠের মধ্যে শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির একটি। শক্তিপীঠের ৫১ খণ্ডের একখণ্ড দেখতেই সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের এ মন্দিরে আসছেন নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অনন্য সাজে সাজানো হচ্ছে। রাস্তাঘাট সংস্কারসহ পানি ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবাগুলো নির্বিঘ্ন করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে শুরু হয়েছে উৎসবের আমেজ। যশোরেশ্বরী কালীমন্দির ও সংলগ্ন এলাকায় চলছে সাজ সাজ রব। নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুটি এবং পার্শ্ববর্তী স্থানে একটি হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। এছাড়া মন্দির সংস্কারের কাজও চলছে পুরোদমে। মন্দির সংলগ্ন ঐতিহ্যবাহী ঈশ্বরীপুর বাজার মাঠে চলছে পাকাকরণের কাজ। এলজিইডির তত্ত্বাবধানে এলাকার বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলছে। এছাড়া যশোরেশ্বরী কালীমন্দির, হেলিপ্যাড ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে একটি উচ্চশক্তির ট্রান্সমিটার বসানো হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে একাধিকবার ভারত ও বাংলাদেশের পৃথক নিরাপত্তা টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি মন্দির ও হেলিপ্যাডের স্থান পরিদর্শন করছেন নিয়মিত।
শ্যামনগরে ইউএনও আ. ন. ম. আবুজর গিফারী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্যামনগরে আগমন উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা প্রতিনিয়ত যশোরেশ্বরী কালীমন্দির, পার্শবর্তী হেলিপ্যাডগুলোর প্রস্তুতি পরিদর্শন করছি।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, সাতক্ষীরার পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা জোরদার করা হয়েছে।