“শিশু যৌন নির্যাতন, ধর্ষণ বন্ধ কর, আওয়াজ তোল এখনই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে বৃহস্পতিবার সকাল ১০ টায় ফিরোজা আমু স্মৃতী পাঠাগার মিলনায়তনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়। ঝালকাঠির জেলা কমিটি ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝালকাঠির জেলা কমিটি’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার। প্রভাষক ও সাংবাদিক আমির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসিমা কামাল, নাজমা বেগম, নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি আনিচুর রহমান খান হেলাল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ লিমিটেড ‘র বরিশাল আঞ্চলিক কো-অর্ডিনেটর মোজাম্মেল হক প্রমুখ।
আলুর দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী
এছাড়াও উপস্থিত নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নেত্রীবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।