নলছিটিতে আরাফ খান মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১০৪২ বার পড়া হয়েছে
নলছিটিতে আরাফ খান মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে আরাফ খান মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। চায়না মাঠ স্টেডিয়ামে নলছিটি ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ১লা মার্চ সোমবার বিকেলে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ আলমগীর হোসেন আলো। এসময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্যোক্তা ও এম খান গ্রুপের চেয়ারম্যান মাহফুজ খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাক খান, নাসির খান, নলছিটি থানা পুলিশ কর্মকর্তাসহ আরো অনেকে।
উদ্বোধনী ম্যাচে নলছিটি স্পোর্টিং ক্লাব বনাম ফাহিম স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে নলছিটি স্পোর্টিং ক্লাবের শুভ দাসের হেট্রিকে ৬-২ গোলে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করলো নলছিটি স্পোর্টিং ক্লাব একাদশ।
আরাফ খান মিনিবার ফুটবল টুর্নামেন্টে মোট ১৪টি দল বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে শুরু হবে টুর্নামেন্টের খেলা। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন নলছিটি ক্রীড়া সংস্থার খেলোয়াড় মোঃ রাহাত মল্লিক।