শিরোনাম:
নলছিটিতে গনহত্যা দিবসে আলোচনা সভা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১০৭৫ বার পড়া হয়েছে
আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ ও পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী। এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদ আলম জোমাদ্দার।
বক্তারা ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর নারকিয় তান্ডবের কথা স্মরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ,যুবলীগসহ সর্বস্তরের জনগণ সাধারণ উপস্থিত ছিলেন।
















