নলছিটিতে ১২কেজি গাঁজাসহ আটক-২
আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুইজন গাজা ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮।
শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৮ এর স্পেশালাইজড কোম্পানী মোঃ আব্দুল্লাহ নলছিটি থানায় বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম (৩৪) ও কুমিল্লা জেলার ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মোঃ মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ৬০ হাজার টাকার মূল্যের ২ পোঁটলায় ১২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে র্যাবের একটি টিম। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা হইতে গাঁজা সংগ্রহ করে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করে আসছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।