DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নল‌ছি‌টি‌তে ১২কেজি গাঁজাসহ আটক-২

News Incharge
এপ্রিল ১৬, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

নল‌ছি‌টি‌তে ১২কেজি গাঁজাসহ আটক-২

আমির হোসেন/ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুইজন গাজা ব‌্যবসায়ী‌কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৮ এর স্পেশালাইজড কোম্পানী মোঃ আব্দুল্লাহ নলছিটি থানায় বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম (৩৪) ও কুমিল্লা জেলার ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মোঃ মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ৬০ হাজার টাকার মূল্যের ২ পোঁটলায় ১২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে র‌্যাবের একটি টিম। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা হইতে গাঁজা সংগ্রহ করে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করে আসছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪