DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নলছিটি পৌরসভা মেয়ারপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল

News Editor
ডিসেম্বর ৩১, ২০২০ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত তিন প্রার্থীসহ মোট পাঁচ মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। দলের মনোনিত প্রার্থী ছাড়াও আওয়ামী আওয়ামী লীগের দুই প্রার্থী, সংরক্ষিত(মহিলা) ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি,সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। তৃতীয় ধাপের নির্বাচনের পৌরসভা সমূহে ভোট গ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকালে নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান তার মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে তিনি নলছিটি বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস-৭১ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন নেন। এর কিছুক্ষণ আগে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনিত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান।

এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, সাবেক মেয়র মো. মাসুদ খান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র মনোনীত দলীয় প্রার্থী মাওলানা শাহ জালাল মনোনয়নপত্র দাখিল করেন। নলছিটি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর হিসেবে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর(মহিলা) হিসেবে ১৩ মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরো জানুন………….

ভৈরবে ৬ ঘন্টার মধ্যে ছিনতাইকারী আটক স্বস্তি জনমনে

গত কয়েক বছরে প্রায় শতভাগ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এর কোনো আইনি ব্যবস্থা হয়নি। গত ২৮ ডিসেম্বর রাতে ভৈরব উপজেলার ঢাকা -সিলেট মহাসড়কে দুর্জয় মোড় এলাকায় এহসানুল হক (২২) নামে এক কয়লা শ্রমিককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

সাথে আহত হয় এহসানুল হকের চাচা আজিজুল হক। কয়লা শ্রমিক এহসানুল হক (২২) কে আহত অবস্থায় তার চাচা আজিজুল হক ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

আরো পড়ুন :  কূটনীতিক মহলে বাড়ছে তারেক রহমানের গুরুত্ব

নিহত এহসানুল হক সুনামগঞ্জের বাটগাও গ্রামের হিরু মিয়ার ছেলে।ঘটনার দিন রাতে এহসানুল হক ও তার চাচা আজিজুল হক বড়িতে যাওয়ার জন্য রওনা হয়।পরে রাস্তায় ২ জন ছিনতাইকারী তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তাদের সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়।

এই ঘটনায় পর দিন ভৈরবের সকল কয়লা শ্রমিক আন্দোলন করে এবং ভৈরব থানায় অবস্থান করে বিক্ষোভ করে। ৩০ ডিসেম্বর বুধবার এহসানুল হকের হত্যার মামলা করা হলে ৬ ঘন্টার মধ্যে ছিনতাইকারী ইমনকে আটক করে ভৈরব থানা পুলিশ।ছিনতাইকারী ইমন বাড়ি ভৈরবেই। এ বিষয়ে পুলিশ জানায়, সাথে থাকা বাকি ছিনতাইকারীদের ধরার চেষ্টা করছি আমরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১