DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ার সামরিক বিমান বিধ্বস্তে নাইজেরিয়ায় নিহত ৭

DoinikAstha
ফেব্রুয়ারি ২১, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ

নাইজেরিয়ার বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত কর্মকর্তা নিহত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, বিচক্রাফট কিং এয়াএ ৩৫০ আই মডেলের বিমানটি উড্ডয়নের পর ইঞ্জিন ত্রুটির কারণে আগুণ ধরে যায়।

এক বিবৃতিতে বিমান বাহিনীর মুখপাত্র ইবিকুনলে ডারামোলে জানান, রাজধানীর আবুজার উত্তরপশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার মূল কারণ অনুসন্ধানের তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান।

কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার আগমুহূর্তে বিমানের চালক ইঞ্জিন অচলের বার্তা পাঠান। এই বার্তা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আবুজা বিমানবন্দরে কাছে এটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার দুর্ঘটনাটির ভিডিও প্রকাশ করেন অনেকেই। এতে আগুন নেভাতে জলকামান ব্যবহার করতে দেখা যায়। যদিও বিমানে থাকা সাতজন যাত্রীই দুর্ঘটনার সময়ই নিহত হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]