DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৪ থেকে ২ জনের মৃত্যু

Astha Desk
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৪ থেকে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার
দীঘির পাড়ের একটি চতুর্থ তলা ভবনের চতুর্থ তলায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়।

এদের মধ্যে কানিজা খাদিজা নিপা (২৫) আজ শনিবার সকালের দিকে এবং বিকাল সাড়ে ৩ টার দিকে মোঃ সোহান (৪৫)ও তার স্ত্রী সায়মা (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অপর দগ্ধরা হাসিনা মমতাজ (৫৫) ও মোঃ সোহান (৪৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে। প্রথমে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে তিনটার দিকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, দগ্ধ হয়ে চারজন আমাদের জরুরি বিভাগে আসে। তাদের মধ্যে নিপা ৯০ শতাংশ দগ্ধ হয়ে আজ সকালের দিকে এবং সায়মা ৯০ শতাংশ দগ্ধ হয়ে বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যান্যরা হলেন সোহান দগ্ধ ১০০ শতাংশ, হাসিনা মমতাজ দগ্ধ ৫৫ শতাংশ। গুরুতর দগ্ধ অবস্থায় আহতদের শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কা জনক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১