শিরোনাম:
নারায়ণগঞ্জের বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপির বুরুন্দী এলাকায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ওই অটোচালককে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহত যুবকের নাম সাদেক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বুরুন্দী এলাকায় সড়কের পাশে বিলে এক অটোরিকশা চালকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বন্দর থানা পুলিশকে খবর দেয়। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র দাস বলেন, নিহতের নাম সাদেক বলে জানা গেছে। পুরো পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। ঘটনাস্থলে আমাদের একটি টিম রয়েছে।

















