DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নারীরা জাগো”

News Editor
অক্টোবর ৯, ২০২০ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

নারীরা জাগো”
-নাজিরা

জাগো নারী জাগো ।
তোমরা নও পুরুষের ভোগ‍্য,
যাকে দিয়েছ তুমি জন্ম ।
সেই করে তোমায় নগ্ন ।

দেশের আইন ব্যবস্থা নয় ভালো।
তাইতো মেয়েরা অন্ধকারে রয়ে গেল,
ছোটখাটো অপরাধের অভিযোগে
প্রশাসন কিছুই নাহি করে ।

অপরাধ সীমান্তে পৌঁছার পরে ।
দেশের জনগণ বসে নড়েচড়ে,
ধর্ষকের,ধীরে যে বিচারের গতি।
কিভাবে উঠাবে অন্যায়ের খুঁটি,

রক্ষকেই হলো ভক্ষক ,
সবাই নাকি লীগের লোক ?
লজ্জায় যাই কোথায় ?
এর বিচার সঠিক হবার নয় ?

তাইতো নারীরা নেও হাতে অস্ত্র।
ধর্ষকদের ফেলো মস্তক ,
দেশ দাও উত্তাল করে।
নারীদেরও শক্তি আছে এই বলে।

আরও পড়ুন ঃগাইবান্ধায় ১ অক্টোবর থেকে এসপি, ওসিসহ অন্যান্যরা নতুন মোবাইল নম্বর ব্যবহার করবেন

 

কবিতাটি লিখেছেন মোছাঃ নাজিরা জাহান, গাইবান্ধা ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮