রকিব হাসান নয়ন, জামালপুর প্রতিনিধি
সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
শহরের দয়াময়ী মোড়ে এলাকায় সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সারা দেশের নারী ও শিশু ধর্ষণকারীদের সঠিক বিচারের দাবিতে ঘন্টাব্যাপী ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয় ।
মানববন্ধনে সংস্কৃতি কর্মী এমআরআই রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদিচীর সভাপতি মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, তরঙ্গ মহিলা সংস্থার সভাপতি শামিমা খান, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, নাট্যকর্মী শাহিন রহমান, শিক্ষক তরিকুল ফেরদৌস, ব্র্যাক কর্মকর্তা মনির হোসেন ও অপরাজেয় বাংলাদেশের আশরাফ হোসেন প্রমুখ। সারা দেশে নারী ও শিশু ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে ।
নোয়াখালীর বেগমগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীর উপর নগ্ন হামলা চালিয়ে বিবস্ত্র করে যৌন নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিচারহীনতায় দেশে নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যা বাড়ছে। কিছু দুর্নীতিবাজের হস্তক্ষেপে অপরাধীরা আইনের ফাঁকফোঁকরে পার পেয়ে যাচ্ছে। এই নির্যাতন, ধর্ষণ ও হত্যার দায় রাষ্ট্রকেই নিতে হবে। এসব ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।