DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নারী মন্ত্রীর দাবিতে আফগানিস্তানে বিক্ষোভ

DoinikAstha
সেপ্টেম্বর ৩, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নারীদের সম্পৃক্ততার বিষয়টি দিন দিন জোরালো হচ্ছে। তালেবানের মন্ত্রিসভায় নারীদের অন্তর্ভুক্তির দাবিতে হেরাতে বিক্ষোভ করেছেন দেশটির নারীরা।

তবে এরমধ্যেই বেশ কয়েকদিন বন্ধ থাকার পর এক উপস্থাপিকার উপস্থাপনার মধ্য দিয়ে শীর্ষ একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান পুনরায় সম্প্রচার শুরু হয়েছে।

তালেবান নেতৃত্বে গঠন হতে যাওয়া আফগানিস্তানের সরকারে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার হেরাত প্রদেশে রাস্তায় নেমে আসেন ৩০ জনের মতো নারী। নারীদের প্রতি তালেবানের কঠোরতা উপেক্ষা করেই বিভিন্ন স্লোগান দেন তারা।

আফগানিস্তানের শাসনভার কট্টর তালেবানের হাতে যাওয়ার পর নারীদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

যদিও এরইমধ্যে ইসলামি বিধান মেনে মেয়েদের স্কুলে যাওয়া ও বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি। তবে অনেকেই নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন। সেই আশঙ্কা থেকেই এই বিক্ষোভের আয়োজন করেন অঞ্চলটির নারীরা।

এদিকে, তালেবানের আফগানিস্তান দখলের পর থেকে বন্ধ হয়ে যায় দেশটির শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল টোলোর সম্প্রচার। তবে দীর্ঘ দুই সপ্তাহ পর এক নারীর উপস্থাপনায় সকালের অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছে চ্যানেলটি। অনুষ্ঠানে ওই নারীকে এক পুরুষ অতিথিকে প্রশ্ন করতে দেখা যায়।

এদিকে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, নারীরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, পুলিশ, নার্স ও মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবেন। কিন্তু কোনো নারী মন্ত্রী নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০