DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নিজের শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, বাবা আটক

Astha Desk
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজের শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, বাবা আটক

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌর সভার সূবর্ণসাড়া মুচি বাড়ি এলাকায় জুনায়েদ (২) নামের এক শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ বাবা হযরত আলী মুন্সিকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশু জুনায়েদকে তার বাবা গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে। পরে বাড়ির পাশে আওয়াল মুন্সির তাঁতঘরের বাটামের সঙ্গে ঝুলিয়ে রাখে। ছেলেকে দেখতে না পেয়ে জুনায়েদের মা লিপি খাতুন খোঁজাখুঁজি করে।

এরই একপর্যায়ে তাঁতঘরে প্রবেশ করলে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় তার বাবাকে পাশে দেখতে পায়। এটি দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে হযরত আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে ও পুলিশ ঘটনাস্থল থেকে জুনায়েদের লাশ উদ্ধার করে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আমরা শিশুর লাশ উদ্ধার করে ঘাতক বাবাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]