ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিজ ঘর থেকে হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / ১০২০ বার পড়া হয়েছে

নিজ ঘর থেকে হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

নিজ ঘর থেকে সুলতান নামের এক বৃদ্ধের হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রাম থেকে সুলতান মাহমুদ (৫০) এর লাশ বৃহস্পতিবার দিবাগত (২৬ মে) গভীর রাতে উদ্ধার করে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মুসা সরকারের ছেলে।

 

নিহতের বড় ভাইকে এম নাছির উদ্দিন বলেন, সুলতান বাড়িতে একাই থাকতেন। ৪ থেকে ৫ দিন আগে সুলতানের সাথে আমাদের যোগাযোগ হয়। গত মঙ্গলবারও এলাকার মানুষ তাকে দেখেছে। কিন্তু গতকাল সুলতানের মুঠোফোনে বার বার যোগাযোগ করেও তার কোন খবর পাইনি।

 

তিনি আরও বলেন, এলাকাবাসী অনেকের সাথেও যোগাযোগ করে সুলতানের খবর না পেয়ে আমাদের এক ভাগিনার সাথে যোগাযোগ করি। পরে সে ঘাটাইল থানায় যোগাযোগ করলে পুলিশ এসে ঘরের ভেতর থেকে সুলতানের হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীর গলতে শুরু করেছে।

 

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাত আড়াইটার দিকে গালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

ট্যাগস :

নিজ ঘর থেকে হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

নিজ ঘর থেকে হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

নিজ ঘর থেকে সুলতান নামের এক বৃদ্ধের হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রাম থেকে সুলতান মাহমুদ (৫০) এর লাশ বৃহস্পতিবার দিবাগত (২৬ মে) গভীর রাতে উদ্ধার করে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মুসা সরকারের ছেলে।

 

নিহতের বড় ভাইকে এম নাছির উদ্দিন বলেন, সুলতান বাড়িতে একাই থাকতেন। ৪ থেকে ৫ দিন আগে সুলতানের সাথে আমাদের যোগাযোগ হয়। গত মঙ্গলবারও এলাকার মানুষ তাকে দেখেছে। কিন্তু গতকাল সুলতানের মুঠোফোনে বার বার যোগাযোগ করেও তার কোন খবর পাইনি।

 

তিনি আরও বলেন, এলাকাবাসী অনেকের সাথেও যোগাযোগ করে সুলতানের খবর না পেয়ে আমাদের এক ভাগিনার সাথে যোগাযোগ করি। পরে সে ঘাটাইল থানায় যোগাযোগ করলে পুলিশ এসে ঘরের ভেতর থেকে সুলতানের হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীর গলতে শুরু করেছে।

 

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাত আড়াইটার দিকে গালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।