রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃরংপুর নগরীতে পবিত্র রমজান মাসে কলা ও তরমুজের চাহিদা অধিক হওয়ার প্রেক্ষিতে এ বাজারে নানা অসঙ্গতি প্রতিরোধে জেলা প্রশাসন এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় নগরীর প্রধান কলা ও তরমুজের আড়তে এ অভিযান পরিচালিত হয়।এসময় অপরিপক্ক কলা বিক্রয়ের উদ্দেশ্যে আড়তে সংরক্ষণ ও পাকানোর দায়ে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া তরমুজের আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদের বিভিন্ন অসঙ্গতির জন্য সতর্ক করা হয়। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।