শিরোনাম:
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
News Editor
- আপডেট সময় : ০৯:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১০৭১ বার পড়া হয়েছে
হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর এলাকার বাজারে আইন শৃঙ্খলা প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (১২ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন আইনে কতিপয় ব্যক্তিদের জরিমানা ও সতর্ক করা হয়। এতে মোট ১০টি মামলায় মোট ৪১০০/= টাকা জরিমানা আদায় করা হয়।
এই অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ। অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।অভিযানের ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জানান, করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে এবং এর নিশ্চিতকরণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।