নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে
খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়িতে জেলা বিএনপি। আজ বুধবার (২ মার্চ) খাগড়াছড়িতে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কর্ম সংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
খাগড়াছড়ি জেলা বিএনপির এম এন আবছার পরিচালিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-সম্পাদক, মোঃ শরীফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, এইচ এম রাশেদ খান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরাসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।