হাবিবুর রহমান মুন্না,কুমিল্লা প্রতিনিধি।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।‘আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে। তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছে তাদের ক্ষমতা শেষ। এদের শুধু শরীর দেখা যায়। দেশ থেকে বিদায় হয়ে বিদেশে গেছে। বিদেশেও অনেক চেষ্টা করছে। ধারে ধারে ঘুরেছে। হাতেপায়ে ধরেছে। কোনও লাভ হয়নি। আজ বাংলাদেশের মানুষ একপক্ষে, শেখ হাসিনার রেজিম একপক্ষে। এদের শক্তি কিছু দুর্বৃত্ত, পুলিশ, আমলা রাজনীতিবিদ। আন্দোলন চলবে তাই আগামী কিছুদিন কঠিন সময় পার করতে হবে। রাস্তা ছাড়া যাবে না। আজ সব পক্ষ গণতান্ত্রিক আন্দোলনে শামিল হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) একদফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘শান্তি সমাবেশ করে জনস্রোতের সামনে দাঁড়াতে পারবেন? তাদের কথা শুনলে মনে হয়, তারা কোনও রাজনৈতিক দল? এদের পাগলা গারদে পাঠানোর সময় হয়ে গেছে। ঝড়বৃষ্টি, বাদলবন্যা আমাদের কেউ থামাতে পারবে না। এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। এ বিজয় গণতন্ত্রের।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এরপর রোডমার্চটি চৌদ্দগ্রাম, ফেনী হয়ে চট্টগ্রাম পৌঁছাবে