টিকটক নিয়ে মার্কিন নিরাপত্তা শঙ্কার বিষয়টির ইতি টানতে চীনা অ্যাপ টিকটিকের শেয়ার কিনতে যাচ্ছে ওরাকল এবং ওয়ালমার্ট। টিকটকের মার্কিন কার্যক্রমের বাজার মূল্য ছয় হাজার কোটি মার্কিন ডলার নির্ধারণ করার প্রত্যাশা করছে বাইটড্যান্স।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন জানানো হয়, টিকটক গ্লোবালের সাড়ে ১২ শতাংশ শেয়ার কিনবে ওরাকল এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার শর্ত অনুযায়ী সব মার্কিন গ্রাহকের ডেটা ক্লাউডে মজুদ করা হবে। এদিকে টিকটকে সাড়ে ৭ শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছে রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের শুদ্ধি অভিযান, চ্যালেঞ্জের মুখে প্রভাবশালীরা
শনিবার (১৯ সেপ্টম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের টিকটক যাতে কার্যক্রম চালিয়ে যেতে পারে সেজন্য চুক্তিতে তার সমর্থন রয়েছে।
টিকটকের চাওয়া মতো ৬ হাজার কোটি মার্কিন ডলার বাজার মূল্য নির্ধারণ করা হলে শেয়ারের মূল্য বাবদ মোট ১ হাজার ২শ কোটি মার্কিন ডলার পরিশোধ করবে ওরাকল এবং ওয়ালমার্ট।
প্রতিষ্ঠানগুলো এখনো যাচাই বাচাই করছএ ইকুইটি কাঠামো এবং ডেটা নিরাপত্তার বিষয়গুলো। ফলে এখনও নির্ধারণ হয়নি টিকটক গ্লোবালের চূড়ান্ত বাজার মূল্য।