পানছড়িতে ভোট ফর ওয়াদুদ ভুইয়া ভোট ফর ধানের শীষের ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৮:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১০৭৬ বার পড়া হয়েছে
“পানছড়িতে ভোট ফর ওয়াদুদ ভুইয়া-ভোট ফর ধানের শীষের ক্যাম্পেইন নির্বাচন ঘিরে পানছড়িতে ধানের শীষের প্রচার গনসংযোগ”
পলি চাকমা/পানছড়ি প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন।
আজ রবিবার (৫ অক্টোবর/২০২৫ইং) বিকাল সাড়ে বিকেল ৪ টার দিকে ৫নং উল্টাছড়ি ইউপির ১ নং মোল্লাপাড়া ওয়ার্ডের মাদ্রাসা এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগ ও প্রচার অভিযান প্রতিটি ঘরে ঘরে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং উল্টাছড়ি ইউপির বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মোঃ ইব্রাহীম, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন রনি, উল্টাছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন দুলাল, ১নং মোল্লাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিস আলী, যুগ্ন-আহবায়ক আমান উল্লাহ, উল্টাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এর সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতা কর্মীগণ।
৫নং উল্টাছড়ি ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করে ধানের শীষ প্রতীকে জয়ী করতে হবে। সে লক্ষ্যেই আজকের এই গণসংযোগ।
৫নং উল্টাছড়ি ইউপি বিএনপির সহ-সভাপতি আঃ রশিদ বলেন, আজকের এই পথসভা আমাদের প্রমাণ করে যে সাধারণ মানুষ জননেতা ওয়াদুদ ভূইয়াকে আবারো এমপি হিসেবে চায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি তবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে আমাদের নেতা সংসদ সদস্য হবে।
১নং মোল্লাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল হক বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পাহাড়ি ও বাঙালির আস্থা এবং বিশ্বাসের বাতিঘর, জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে পানছড়ি উপজেলা উল্টাছড়ি ইউনিয়নের ১নং মোল্লাপাড়া ওয়ার্ড জনগনের নিকট ভোট প্রার্থনা করছি।
পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিস আলী বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করে ধানের শীষ প্রতীকে জয়ী করতে হবে। সে লক্ষ্যেই আজকের এই গণসংযোগ।
বলেন, আজকের এই পথসভা আমাদের প্রমাণ করে যে সাধারণ মানুষ জননেতা ওয়াদুদ ভূইয়াকে আবারো এমপি হিসেবে চায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি তবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে আমাদের নেতা সংসদ সদস্য হবে। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং গণতন্ত্রকে ফিরিয়ে আনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।