গুজব, ভুয়া খবর ছড়ানো প্রতিরোধসহ ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নতুন নতুন নীতি এনেছে ফেসবুক। এবার নীতি ভাঙায় কঠোর হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াটি। কঠোরতার অংশ হিসেবে ১৫০টিরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।
সম্প্রতি রাজনৈতিক আলোচনায় হস্তক্ষেপের কাজে ব্যবহৃত চীন সংশ্লিষ্ট এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চীনা ‘ফেক’ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক।
আরও পড়ুন : শীতে বিয়ে ও পিকনিকসহ জনসমাগম না করার পরামর্শ :স্বাস্থ্যমন্ত্রীর
বিবিসি জানায়, চীনা নেটওয়ার্ক দ্বারা পরিচালিত অ্যাকাউন্টগুলো ‘ফেক’ বলে শনাক্ত করা হয়। অ্যাকাউন্টগুলো চীনা স্বার্থ রক্ষার কাজে নিয়োজিত ছিল। এর মধ্যে অ্যাকাউন্টগুলো থেকে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কিছু পোস্টও করা হয়েছে। এছাড়া অ্যাকাউন্টগুলোতে ফিলিপাইন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনা স্বার্থে অধিকাংশ পোস্ট দেয়া হয়।
ফেসবুক বরাত দিয়ে বিবিসি জানায়, এসব অ্যাকাউন্ট ২০১৬ সালে খোলা হয়। চীনা নেটওয়ার্কটিতে এক লাখ ৩০ হাজার ফলোয়ার রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের নেটিজেনদের সংখ্যা খুবই নগণ্য।
ফেসবুকের গবেষণা বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব অ্যাকাউন্ট ‘ফেক’ বলে চিহ্নিত করেছে।