ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নীলফামারীতে সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক রতন সরকারের দাফন সম্পন্ন

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / ১০৪২ বার পড়া হয়েছে

নীলফামারীতে সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক রতন সরকারের দাফন সম্পন্ন

 

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান মুমিনুর রহমান রতন সরকারের (৪৯) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা, ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন উত্তর জনপদের এই বর্ষীয়ান সাংবাদিক।

আজ শুক্রবার (১৪ জুলাই) বাদ জুমা নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবর স্থানে তাঁর দাফন কার্য সুসম্পন্ন করা হয়।

 

জানাজার নামাজে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

 

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাতেই সাংবাদিক রতন সরকারের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর প্রগতি পাড়ায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার সকাল থেকে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত মানুষ ছুটে যান শেষবারের মতো বিদায় জানাতে। এসময় বিভিন্ন সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত সাপ্তাহিক নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন।
পরবর্তীতে এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করেন রতন সরকার। এছাড়াও দৈনিক খোলা কাগজের রংপুর অফিস প্রধানের দায়িত্ব পালন করতেন তিনি।

রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার সকালে বিমানযোগে ঢাকায় গিয়েছিলেন রতন সরকার। সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে ফিরে বুকে ব্যথা অনুভব করছিলেন। এসময় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রতন সরকার নীলফামারী শহরের প্রগতিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নীলফামারীতে সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক রতন সরকারের দাফন সম্পন্ন

আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

নীলফামারীতে সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক রতন সরকারের দাফন সম্পন্ন

 

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

সময় টিভি’র রংপুর ব্যুরো প্রধান মুমিনুর রহমান রতন সরকারের (৪৯) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা, ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন উত্তর জনপদের এই বর্ষীয়ান সাংবাদিক।

আজ শুক্রবার (১৪ জুলাই) বাদ জুমা নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবর স্থানে তাঁর দাফন কার্য সুসম্পন্ন করা হয়।

 

জানাজার নামাজে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

 

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাতেই সাংবাদিক রতন সরকারের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর প্রগতি পাড়ায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার সকাল থেকে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত মানুষ ছুটে যান শেষবারের মতো বিদায় জানাতে। এসময় বিভিন্ন সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত সাপ্তাহিক নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন।
পরবর্তীতে এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করেন রতন সরকার। এছাড়াও দৈনিক খোলা কাগজের রংপুর অফিস প্রধানের দায়িত্ব পালন করতেন তিনি।

রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার সকালে বিমানযোগে ঢাকায় গিয়েছিলেন রতন সরকার। সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে ফিরে বুকে ব্যথা অনুভব করছিলেন। এসময় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রতন সরকার নীলফামারী শহরের প্রগতিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।