DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

Astha Desk
জানুয়ারি ১৫, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

আজকের জেলা ব্রেকিংঃ স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছেঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমারে। আজ রোববার উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন চিকনমাটি এলাকার মৃত মজির উদ্দিনের বড় ছেলে তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামাণিক (৬০) ও তাঁর স্ত্রী হাওয়া বেগম (৫৫)।

ছবিঃ সংগ্রহীত 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান শাহিদ আলী প্রামাণিক। স্বজন ও প্রতিবেশীরা জানাজার জন্য মরদেহের গোসল করাচ্ছেন। এ সময় শাহিদ আলীর শোকাহত স্ত্রী হাওয়া বেগমের কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর স্বজনেরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনিও মারা যান। শাহিদ আলী প্রামাণিকের বড় জামাতা দুলাল হোসেন এ বিষয়ে বলেন, ‘আমার শ্বশুর ও শাশুড়ির ছয় মেয়ে। তাদের সবারই বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকায় তাঁরা দুজনেই নিজ বাড়িতে থাকেন। রোববার সকাল ৭টায় আমার শ্বশুর এবং দুপুরে শাশুড়িও মারা যান। বাদ আসর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উভয়ের জানাজা ও দাফন করা হয়।

ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা জানান, একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আস্থা/এমকে/মমিতা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১