নেতৃত্ব কোন্দলে এসোসিয়েশন যেন ভেঙ্গে না যায়-জবি উপাচার্য
জবি প্রতিনিধিঃ
আজ অনুষ্ঠিত ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেছেন, নেতৃত্বের কোন্দলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলো ভেঙ্গে না যায়। নেতৃত্বের কোন্দলে অ্যালামনাই টিকে না, ভেঙে যায়। নেতৃত্ব চেয়ে নেয়া যায় না, নেতৃত্ব অর্জন করতে। যে ভালো কাজ করবে সে নেতৃত্বে আসবে।
ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) আয়োজনে ১ম পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা।
দুই অধিবেশনে অনুষ্ঠিত হওয়া এই পুনর্মিলনী অনুষ্ঠানের ১ম অধিবেশনে রেজিস্ট্রেশন ও উপহার সামগ্রী বিতরণ, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার শেষে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ ও ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক নিউটন হাওলাদার।
অ্যালামনাই অনুষ্ঠানের খরচ সাশ্রয়ের উপর জোর দিয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, একটি অ্যালামনাই চাইলে একটি বিভাগের জন্য অনেক কিছু করতে পারে। অ্যালামনাই পূর্ণমিলনী অনুষ্ঠান গুলো অর্থ সাশ্রয় করে তার বিভাগকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অনেক কিছু করতে পারেন। এই বিভাগে একটি ক্লাইমেট চেঞ্জ রিসার্চ সেন্টার করে দিতে পারেন যাতে শিক্ষার্থীরা রিসার্চ করতে পারে। বছরে একবার পুনর্মিলন, আড্ডা দেওয়াই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একমাত্র উদ্দেশ্য নয় বরং সব ধরনের উন্নয়নে অবদান রাখাতে হবে যেমন- ল্যাবরেটরি করা, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না তাদের সাহায্য করা, বিভাগের সহায়তা করা।
তাছাড়া তিনি আরো বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা বন্ধু-বান্ধবের সাথে পরিচয় হতে পারছেন, আড্ডা দিতে পারছেন, ছবি তুলতে পারছেন আমি আশা করবো আপনার এই স্মৃতিগুলো ধরে রাখবেন।
অনুষ্ঠানে জবি ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ বলেন, ভূগোল এবং পরিবেশ হচ্ছে জীবনের সফলতার চাবিকাঠি। আপনারা চাইলে পরিবেশ সংরক্ষণে কাজ করতে পারবেন। আগামীতে অ্যালামনাইয়ের হাত ধরে ভূগোল ও পরিবেশ বিভাগ অনেক দূর এগিয়ে যাবে।
সারা দিন ব্যাপী কর্মসূচিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচরণে মুখরিত হয়েছিল ক্যাম্পাস। পুনর্মিলনী অনুষ্ঠানে আগত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন এবং পুরানো দিনগুলো স্মরণ করেন। শেষে অনুষ্ঠানে ২য় অধিবেশনে সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।