DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় শিলাবৃষ্টিতে ৮ হাজার কৃষকের ফসল নষ্ট

Ellias Hossain
এপ্রিল ১, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোণায় শিলাবৃষ্টিতে ৮ হাজার কৃষকের ফসল নষ্ট

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

 

নেত্রকোণা জেলার পূর্বধলা ও সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ শিলাবৃষ্টিতে বোরো ফসলি জমিসহ অসংখ্য সবজি ক্ষেত নষ্ট হয়েছে। তবে কিছু কিছু এলাকায় এখনও কোন জনপ্রতিনিধি বা সরকারি কাউকে দেখেননি বলে জানান ক্ষতিগ্রস্তরা।

সরেজমিনে দেখা গেছে, সদর, রৌহা ও পূর্বধলা উপজেলার নারান্দিয়া, খলিশাউর গোহালাকান্দা ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে ঝড় ও শিলাবৃষ্টি। এতে বেশ কয়েকটি গ্রামের অসংখ্য গাছপালা কাঁচা ঘরবাড়িসহ ফসলি জমি বিনষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ করেই পুরো এলাকায় এক ধরনের ভূতুড়ে পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু বুঝে উঠার অগেই ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিট ধরে চলা ঝড়ের তাণ্ডবে ২৫ থেকে ৩০টি গ্রামের আমের মুকুল, শশা ক্ষেত, বোরো ধান, লাউ ক্ষেত, কলা বাগান, কুমড়া বাগানসহ উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

নেত্রকোনা জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক এ এম শহিদুল ইসলাম জানান, বুধবার ঝড় ও শিলাবৃষ্টি তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমান নির্ধারণ না হলেও শাকসবজি উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জেলায় এ বছর ১ লাখ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।এরমধ্যে পূর্বধলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিলা বৃষ্টিতে ১ হাজার ১৭৫ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এতে প্রায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬