ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কাঁঠালিয়ায় গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশির লিফলেট বিতরণ Logo পানছড়িতে জামায়াতের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত Logo ঝালকাঠি-১ আসনে বিএনপি নেতা সেলিম রেজার জনপ্রিয়তা বেড়েছে Logo কিশোরগঞ্জে সুপারি চুরি করতে গিয়ে গাছ ভেঙে চোরের মৃত্যু Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে

নেত্রকোনায় ছুটিতে বাড়িতে আসা এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোনায় ছুটিতে বাড়িতে আসা এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

 

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার দুর্গাপুরে এলোপাতাড়ি কুপিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্বৃত্তরা কোপানোর পর রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এস আই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। পরে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হন শফিকুল। পথে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তাঁর ডাক ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি বলেন, ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ধারণা করছি, পারিবারিক বিরোধ থেকে এই হত্যার ঘটনা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। পারিবারিক বিরোধ ছাড়াও অন্য সব দিক মাথায় রেখে হত্যার ঘটনার তদন্ত করা হচ্ছে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

ট্যাগস :

নেত্রকোনায় ছুটিতে বাড়িতে আসা এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

নেত্রকোনায় ছুটিতে বাড়িতে আসা এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

 

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার দুর্গাপুরে এলোপাতাড়ি কুপিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্বৃত্তরা কোপানোর পর রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এস আই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। পরে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হন শফিকুল। পথে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তাঁর ডাক ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি বলেন, ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ধারণা করছি, পারিবারিক বিরোধ থেকে এই হত্যার ঘটনা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। পারিবারিক বিরোধ ছাড়াও অন্য সব দিক মাথায় রেখে হত্যার ঘটনার তদন্ত করা হচ্ছে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।