নেপাল করোনামুক্ত বলে যিনি ঘোষণা দিয়েছিলেন, সেই পর্যটন বিষয়কমন্ত্রী জোগেশ ভাট্টারিও মহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় তিনি নিজেই তা জানিয়েছেন। পর্যটন নির্ভর অর্থনীতি সচল রাখতে আট মাস আগে নেপালকেকরোনামুক্ত ঘোষণা করেন ৫৪ বছর বয়সি জোগেশ ভাট্টারি। পর্যটনের সঙ্গে তিনি সংস্কৃতি ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন।
ভূমধ্যসাগরে ফের অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক
প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে তিনি করোনায় সংক্রমিত হলেন। হিমালয়ের ওই দেশটিতে প্রথম দিকে সংক্রমণ তেমন না থাকলেও সম্প্রতি মোট সংক্রমণের সংখ্যা লাখ ছাড়িয়েছে। তার সংস্পর্শে যারা এসেছেন ওই ফেসবুক পোস্টে তিনি তাদের সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন। তিনি লিখেছেন, গত সোমবারের করোনা পরীক্ষাতেও আমি নেগেটিভ ছিলাম। ওই সময় আমি কাঠমান্ডুর বাইরে কিছু অনুষ্ঠানে অংশ নেই। এরপর গত শুক্রবার সন্ধ্যায় আমার বাসভবনে ফিরে এসে আমার হাল্কা জ্বর অনুভূত হয়। তখন আমি করোনার উপসর্গ বুঝতে পারি। তবে শুধুমাত্র জ্বর ছাড়া তার অন্য কোনো উপসর্গ ছিলোনা বলেও জানান তিনি।
মন্ত্রী আরো জানান, উপসর্গ বুঝতে পারার পর আমার সংস্পর্শে থাকা সবাইকে তাত্ক্ষণিকভাবে আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন তিনি। এছাড়া তাদের করোনা পরীক্ষা করার জন্যেও বলেছেন তিনি।