নেপালে ভূমিকম্পে নিহত-১৩২
আন্তর্জাতিক ডেস্কঃ
নেপালে পশ্চিমাঞ্চলের কর্নালি প্রদেশের জাজারকোট ও রুকুমে এলাকায় শক্তিশালী ভূমিকম্পে ১শ ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে ভূমিকম্পটি আঘাত হানে।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে জাজারকোট এলাকায় ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৪।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার নিচে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, জাজারকোটে ৯২ জন ও রুকুমে ৪০ জন নিহত হয়েছে। তবে নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্মকর্তারা।
ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোকে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহত হয় প্রায় ৯ হাজার মানুষ, আহত হয় ২২ হাজারের বেশি মানুষ। ভূমিকম্পে পাঁচ লাখের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। সূত্র-বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।