নৌকার ক্যাম্পে গুলি নিহত-১, আহত-১
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ–৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের নির্বাচনী ক্যাম্পে গুলি করে
একজনকে হত্যা করা হয়েছে।
গতকাল বুধবার (৩ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটে।
এহামলায় মৃণাল কান্তি দাসের সমর্থক ডালিম সরকারকে (৩০) গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোহেল নামে তাঁর আরেক সমর্থক আহত হয়েছে। ডালিম সরকার মুন্সিকান্দি গ্রামের নুর হোসেন সরকারের ছেলে।
পরে তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডালিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজ বৃহস্পতিবার ভোরে মৃত ঘোষণা করেন।
অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের প্রার্থী মোঃ ফয়সালের সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর ছোট ভাই সিপন হোসেনরা এ ঘটনা ঘটিয়েছেন।
আহত সোহেল বলেন, আমরা মুন্সীকান্দি এলাকার নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ কাঁচি প্রতীকের সমর্থক সোহাগ ও সিপনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ নৌকার ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। ডালিমের গায়ে গুলি লাগলে আমি পালাতে চেষ্টা করি। কিন্তু আমার কোমরে লাঠি দিয়ে আঘাত করলে পড়ে যাই। এরপর বাঁচার জন্য পুকুরে লাফিয়ে পড়ি। হামলাকারীরা পালিয়ে গেলে পাড়ে উঠে আসি।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মোহাম্মদ সোহাগ বলেন, রাত দেড়টার দিকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ডালিম নামে এক ব্যক্তির বাম পাঁজরে গুলিবিদ্ধ ছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, ঢাকা নেওয়ার পর চিকিৎসা দেওয়ার আগেই ডালিম মারা গেছেন। আমরা যতটুকু শুনেছি, অনেক আগে থেকে ডালিমদের সঙ্গে ডালিমের হত্যাকারীদের বিরোধ ছিল।
তবে অভিযোগের বিষয়ে জানতে রিপন হোসেনের মোবাইলফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।