DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নৌকা উপহার দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন চীনা রাষ্ট্রদূতের

Astha Desk
জানুয়ারি ৮, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

নৌকা উপহার দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন চীনা রাষ্ট্রদূতের

 

স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত চীনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

তিনি চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রীকে চীনের তৈরি নৌকা উপহার দেন ইয়াও ওয়েন।

গতকাল (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলে। দেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নেয়। বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করে। স্বতন্ত্র এক প্রার্থীর মৃত্যুতে এক আসনে ভোট স্থগিত করা হয়। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬২টি আসনে। আর অন্যান্য দল পেয়েছে তিনটি আসন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪