DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যা।

DoinikAstha
সেপ্টেম্বর ১, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দেলোয়ার হোসাইন নয়ন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে যৌতুকের বাকি থাকা মাত্র ১৮ হাজার টাকা না পেয়ে বানেসা বেগম (২১) নামে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ওই গৃহবধূর বাবা ইয়াছিন আলী বাদী হয়ে থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেছেন।

এদিকে মামলার পরপরই পুলিশ প্রধান আসামী স্বামী শাহিন আলমকে আটক করেছে। ঘটনাটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর লক্ষিদাসী গুচ্ছগ্রাম এলাকায় ঘটেছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বানেসা। থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে শাহিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় গৃহবধূ বানেসার।

বিয়ের সময় ছেলে পক্ষ যৌতুক হিসেবে ১ লক্ষ ২৮ হাজার টাকা নির্ধাণ করে দেয় কনের বাবা ইয়াছিনকে। দারিদ্র পরিবারে কোন মতে ১ লক্ষ ১০ হাজার টাকা অগ্রিম যৌতুক হিসেবে বিয়ের দিন দিতে পারলেও অভাব অনটনের সংসারে মেয়ের বিয়ের ৫ বছর পরেও বাকি ১৮ হাজার টাকা দিতে পারছিলো না বাবা ইয়াছিন।

এদিকে যৌতুকের বাকি ১৮ হাজার টাকা না পেয়ে বানেসার উপর শারিরিক ভাবে নির্যাতন শুরু করে স্বামী শাহিন। বিষয়টি ওই গৃহবধূর বাবা ইয়াছিন জানতে পারে। গত বুধবার (২৫ আগস্ট) যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর বাড়িতে আবারো বানেসাকে বেধরক মারপিট করা হয়।

এদিকে মারপিটের কারণে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে শাহিন পরিবারের সদস্যদের নিয়ে বুধবার (১ সেপ্টেম্বর) সকালে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বানেসা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্ররণ করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, এ ঘটনায় আজ বিকেলে ওই গৃহবধূর বাবা ইয়াছিন আলী থানায় নারী নির্যাতনের ১১(ক) আইনে মামলা দায়ের করলে প্রধান আসামী শাহিনকে আটক করা হয়। এদিকে মামলার অপর দুই আসামী পলাতক থাকায় তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০