DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় জেলের জালে ৩১ কেজি ওজনের বাগাইড় মাছ

DoinikAstha
মে ২৯, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

পদ্মায় জেলের জালে ৩১ ওজনের বাগাইড় মাছ

আবুল কালাম আজাদ , রাজবাড়ী 

দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টের অদু‌রের পদ্মা নদী‌তে জেলের জালে  ধরা পড়ে‌ছে ৩১ কে‌জি ৫শ গ্রাম ওজ‌নের বিশাল অাকৃ‌তির এক‌টি বাগাইড় মাছ।

শ‌নিবার (২৯শে মে) সকা‌লে দৌলত‌দিয়া ঘা‌টের দুলাল মন্ড‌লের অাড়‌তে মাছ‌টি বিক্রি করতে অা‌নে জেলে জয়নাল হলদার।

এ সময় মাছ‌টি ওজন দি‌য়ে দেখাযায় মাছ‌টির ওজন ৩১কে‌জি ৫শ গ্রাম। ওই সময় ঘা‌টের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ডা‌কের মাধ্য‌মে ১২৫০ টাকা কে‌জি দ‌রে ৩৯ হাজার ৩৭৫ টাকায় কি‌নে নেন। প‌ড়ে তি‌নি মোবাইল ফোন ও‌ ‌প‌রি‌চিত ব্যক্তি‌দের মাধ্য‌মে যো‌গা‌যোগ ক‌রে ১৪০০ টাকা কে‌জি দ‌রে ৪৪ হাজার ১শ টাকায় মাছ‌টি ঢাকায় বি‌ক্রি ক‌রেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এখন নদীতে প্রায় বড় বড় বি‌ভিন্ন প্রজা‌তির মাছ ধরা পড়‌ছে। ফ‌লে ভাগ্য খুলে‌ছে জে‌লে‌দের। অাজ তি‌নি ১২৫০ টাকা কে‌জি দ‌রে ৩১ কে‌জি ৫শ গ্রাম ওজ‌নের এক‌টি বাগাইড় ৩৯ হাজার ৩৭৫ টাকায় কি‌নে ১৪০০ টাকা কে‌জি দ‌রে ৪৪ হাজার ১শ টাকায় ঢাকায় বি‌ক্রি ক‌রে‌ছেন।

‌তি‌নি অা‌রও জানান, জয়নাল হলদা‌রের জা‌লে ভো‌রে বাগাইড় মাছ‌টি ফে‌রি ঘা‌টের অদু‌রের পদ্মা নদী‌তে ধরা প‌ড়‌লে সকা‌লে তি‌নি মাছটি দৌলত‌দিয়া ঘা‌টের অাড়‌তে বিক্রি কর‌তে আনেন। ওই সময় বড় মাছ দেখ‌তে ভির ক‌রেন অ‌নে‌কে।

আরো পড়ুন :  জানুয়ারি থেকে জুন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দিনে ১১ খুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]