DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ, নিহত-৯

Ellias Hossain
জুলাই ৮, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ, নিহত-৯

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই অন্তত নয়জন নিহত হয়েছেন। সূত্র-এনডিটিভির, বার্তা সংস্থা পিটিআই।

আজ শনিবার (৮ জুলাই) রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭শ ৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯শ ২৮টি জেলা পরিষদের আসনে তিন স্তরের গ্রাম পঞ্চায়েত নির্বাচন শুরু হয়। এতে মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৬৭ লাখ।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন তৃণমূল সদস্য; বিজেপি, বাম ও কংগ্রেসের একজন করে কর্মী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। সংঘর্ষের পেছনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতাকে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। সহিংস সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অন্তত দুটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ভাঙচুর করা হয়েছে।

গত ৮ জুন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। শুক্রবার (৭ জুলাই) এসব সংঘর্ষে এক কিশোরসহ ১৫ জন নিহত হয়েছেন। আর শনিবারের নয়জনসহ মোট ২৪ জনের প্রাণহানি হয়েছে।

রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এসব সহিংসতার জন্য একে-অপরকে দোষারোপ করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০