পাঁচবিবিতে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা- ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২জুন) দুুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা আক্তার টুনি, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নিয়ায কাযমীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী প্রমূখ।
মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০টি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। সভার পূর্বে ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।