পাংশায় পুলিশ ও প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন
আবুল কালাম আজাদ, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা পৌর সভা নির্বাচন থেকে শুরু করে এখন অব্দি ৬ নং ওয়ার্ড কাউন্সিল বাদশা মন্ডল ও তার অস্ত্র ধারি সন্ত্রাস বাহিনীর ভয়ে জীবন যাপন করছে পরাজিত কাউন্সিলর প্রার্থী কোরবান চৌধুরী ও তার পরিবার।
শুরুবার (২৮ শে মে) সকালে পুলিশ ও প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন কোরবান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মন্ডল, পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক সহ এলাকা বাসি। 
সংবাদ সম্মেলন লিখত বক্তব্য পাঠ করেন কোরবান চৌধুরী।তিনি বলেন গত ১০ মে তার ভাই ও কর্মী সমর্থকদের উপর হামলা করে। এতে আওয়ামী লীগ নেতা তমছের মন্ডল, আরিফ চৌধুরী, শরিফ চৌধুরী, নাইম মন্ডল গুরুতর আহত হয়। কয়েক দফা হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।এদের মধ্যে গুরুতর আহত আরিফ চৌধুরীর অবস্থা এখনও আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে ১৯টি কোপ দেওয়া হয়েছে। মাথায় সেলাই দিতে হয়েছে ৭০টি। শরীরে সেলাই দিতে হয়েছে একশটি ও বেশি।
পরে মানববন্ধনের বক্তব্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি করেন। পক্ষান্তরে বাদশা মন্ডলের বহিষ্কারের দাবী ও তোলে। দাবির সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ পাংশা পৌরসভা শাখা।