পাংশায় রেলের জমি দখল করে মার্কেট নির্মাণ
স্টাফ রিপোর্টার :
রাজবাড়ীর উপজেলার মাছপাড়া বাজারের পাশে বাংলাদেশ রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো) প্রত্যক্ষ মদদে ও অংশীদারত্বে মার্কেট নির্মাণের হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন। রেল কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যে দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হবে। তাঁরা স্বেচ্ছায় সরে না গেলে শিগগিরই আইনগত প্রক্রিয়া শেষে উচ্ছেদ অভিযান চালানো হবে।
পশ্চিমাঞ্চল রেলের পাকশী ভূসম্পত্তি বিভাগ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, পাংশা উপজেলা মাছপাড়া মৌজায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশ কিছু জমি অব্যবহৃত রয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাছপাড়া বাজার সংলগ্ন রেলওয়ের জমিতে দুই তলা বিশিষ্ট মার্কেট নির্মাণ করেছে । সেখানে তৈরি করা হয়েছে প্রায় ২৫টির মত দোকান।
স্থানীয় ব্যক্তিরা জানান, শুরু থেকেই মার্কেট নির্মাণের সঙ্গে চেয়ারম্যানের ছোট ভাইয়ের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তিনি বহুবার নির্মাণকাজ পরিদর্শনে এসেছেন। মার্কেটের প্রতিটি দোকানের আগাম নেওয়া হয়েছে দেড় থেকে দুই লাখ টাকা। প্রথম পর্যায়ে স্থানীয় ব্যক্তিদের অনেকেই দোকান নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু পরে তাঁরা দখলের বিষয়টি জানতে পেরে আগ্রহ হারান।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের একজন সদস্য বলেন, সম্প্রতি উপজেলা পরিষদের এক সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত চেয়ারম্যানের জমি দখলের বিষয়টি তুলে ধরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মার্কেটের মালিক পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) বলেন,জমিটা আমার বাপ-দাদার সম্পত্তি। জমিটি পরিত্যক্ত ছিল । আমি প্রায় ৩৫ লাখ টাকা খরচ করে মার্কেট নির্মাণ করেছি। রেল কর্তৃপক্ষকে জানিয়ে মার্কেট নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু এখন আমার বিরুদ্ধে হয়তো কোন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে।’
যোগাযোগ করা হলে পশ্চিমাঞ্চল রেলের পাকশী কার্যালয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ড. আব্দুল মান্নান জানান, আমরা জানতে পেরেছি অবৈধভাবে মার্কেটটি নির্মাণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে তাঁদের মৌখিক ভাবে জানিয়েছি।আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে দখলকৃত জমি উদ্ধার করবো।