পাংশা উপজেলা যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আবুল কালাম আজাদ রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
১১ ই নভেম্বর ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামের, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এর ই ধরাবাহিকতায় সারা বাংলাদেশের মত রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়, পাংশা উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
পাংশা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী
পালন করা হয় নেতা কমীদের নিয়ে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আনান্দ মিছিল বের হয়ে পাংশা শহর প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, সাবেক উপজেলা ছাএলীগের সভাপতি ইদ্রিস মন্ডল, এবং সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান সহ আরো নেতা কমীরা।
আরও পড়ুন ঃরাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
বর্তমান যুবলীগের আহব্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ, অতি দুঃখের সাথে বললেন আমরা সবাই মিলে এক সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবো কিন্তু যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দীন বিশ্বাস কেক না কেটেই চলে গেলেন।
বক্তৃতায় নেতারা বলেন, আমার সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে সোনার বাংলা গড়ার প্রত্যয় করছি।