পাকিস্তানে গিরিখাতে বাস পড়ে নিহত ২৩ তীর্থযাত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজদার জেলায় বাস গিরিখাতে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তারা সবাই পুরুষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহত আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মীয় এক উৎসব শেষে বাসযোগে বাড়ি ফিরছিলেন তীর্থযাত্রীরা। পথে দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার কার্খ এলাকায় মোড় নেওয়ার সময় বাসটি গিরিখাতে পড়লে তারা হতাহত হয়েছেন।
এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালাচ্ছে সেনা ও আধা সামরিক বাহিনীর সদস্যরা। বাসটিতে আসনের অতিরিক্ত যাত্রী ছিল। তীর্থযাত্রীদের অনেকে বাসের ছাদে ছিলেন।
মনজুর জহির নামের এক চিকিৎসক জানিয়েছেন, খুজদার জেলা হাসপাতালে ২৩টির মতো লাশ রাখা হয়েছে। আহত ৪০ জনের বেশি তীর্থযাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুজদারের ডেপুটি কমিশনার মেজর (অবসরপ্রাপ্ত) বশির আহমেদ বলেন, হতাহতরা সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। তারা স্থানীয় এক মুসলিম দরবেশের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন।