DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে তথ্য পাচারের দায়ে ভারতে প্রতিরক্ষা বিজ্ঞানী আটক

Astha Desk
মে ৬, ২০২৩ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানে তথ্য পাচারের দায়ে ভারতে প্রতিরক্ষা বিজ্ঞানী আটক

 

আস্থা ডেস্কঃ

 

পাকিস্তানের গোয়েন্দাদের কাছে গবেষণাসংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) একজন বিজ্ঞানীকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির। গত বুধবার (৩ মে) ওই বিজ্ঞানীকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে মহারাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী বাহিনী-এটিএস।

এটিএসের কর্মকর্তারা জানান, উচ্চপদে কর্মরত এ বিজ্ঞানী হোয়াটসঅ্যাপে এবং ভিডিও কলের মাধ্যমে পাকিস্তানি একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। প্রতিরক্ষা গবেষণাসংক্রান্ত স্পর্শকাতর ও গোপন তথ্য তিনি ওই এজেন্টকে পাচার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদে ফেলে বুধবার তাকে আটক করা হয়েছে।

তদন্তকারী গোয়েন্দাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে সুন্দরী নারীর ছবি দেখিয়ে ফাঁসানো হয় ওই বিজ্ঞানীকে। ওই বিজ্ঞানী যে উচ্চপদে কর্মরত ছিলেন, সেটার অপব্যবহার করেছেন। তিনি ভালোভাবেই জানতেন যে তার হাতে এমন সব গোপন তথ্য আছে, তা শত্রু দেশের হাতে পড়লে ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। তারপরও শত্রু দেশকে সেই তথ্য পাচার করেছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০