ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন যাচ্ছেন প্রাক্তন কৌতুক অভিনেতা ভগবন্ত মান। আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
রাজনীতিতে আনকোড়া সদস্য থেকে মাত্র ১১ বছরেই ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন ভগবন্ত মান। পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দুবারের সাংসদ নির্বাচিত হলেও রাজনীতির থেকে হাস্যকৌতুকের দুনিয়ায় বেশি জনপ্রিয় ছিলেন ভগবন্ত। ১৯৭৩ সালে ১৭ অক্টোবর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি। ১৮ বছর বয়সে হাস্যকৌতুকের ওপর একটি অডিও ক্যাসেট বের করে প্রথম লাইমলাইটে আসেন। সে সময় তিনি শহীদ উধম সিং কলেজে বিকমের ছাত্র ছিলেন। সামাজিক-রাজনৈতিক ব্যঙ্গাত্মক কৌতুকে ভর করে দ্রুত উপরে উঠে যান। টিভিতে ‘জুগনু মস্ত মস্ত’ নামের একটি কমেডি শো করতে শুরু করেন। এতে জনপ্রিয়তা পান তিনি।
গতকাল শুক্রবার রাজ্য রাজধানী চণ্ডীগড়ে দলের ৯২ এমএলএদের (বিধায়ক) সঙ্গে বৈঠক করেন ভগবত মান। তাঁদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ‘রাজধানী চণ্ডীগড়ে নয়, আপনার নির্বাচনী এলাকায় সব সময় থাকুন। সেখানে মানুষের সঙ্গে সময় কাটান। মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করবেন না। আমাদের সেই সব জায়গার জন্য কাজ করতে হবে, যেখানে আমরা ভোট চাইতে গিয়েছিলাম। সব বিধায়ককে অবশ্যই সেই এলাকায় কাজ করতে হবে, যেখান থেকে তাঁরা নির্বাচিত হয়েছেন। শুধু চণ্ডীগড়েই থাকবেন না।
শপথ নিতে যাওয়া মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ছাড়া ১৭ জন ক্যাবিনেটে মন্ত্রী থাকতে পারেন। আসলে আপনারা সবাই ক্যাবিনেট মন্ত্রী।’ তিনি আরও বলেন, যাঁরা আমাদের ভোট দেননি, তাঁদের জন্যও কাজ করতে হবে। আপনারা পাঞ্জাবিদের বিধায়ক। ওরাই আমাদের সরকার গড়তে সহায়তা করেছে।’
বুধবার শপথ গ্রহণের পর ১৭ মার্চ রাজ্য শোভাযাত্রা করবে আম আদমি পার্টি। রাজ্যবাসীকে ধন্যবাদ জানানোর জন্য আয়োজিত এ শোভাযাত্রায় কেজরিওয়ালও থাকবেন।
এবারের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আম আদমি পার্টি। ১১৭ আসনের মধ্য ৯২টি পেয়েছে আপ। বিদায়ী শাসকদল কংগ্রেস মাত্র ১৮টি আসনে জয় পেয়েছে। শিরোমণি অকালি দল মাত্র তিনটা আসনে জিতেছে। নির্বাচনে কংগ্রেসের ধরাশায়ীর সঙ্গে দুটি আসনে লড়ে দুটিতেই হেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। পরাজয়ের পরদিনই গতকাল শুক্রবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়েছেন চান্নি। তবে তিনি জানিয়েছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকেই কাজ চালিয়ে যেতে বলেছেন রাজ্যপাল।