শিরোনাম:
পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি
Astha DESK
- আপডেট সময় : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১০৪৮ বার পড়া হয়েছে
পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যটালিয়ান (৩বিজিবি)। লোগাং জোন।
আজ শনিবার (২০ ডিসেম্বর/২৫) দুপুরের দিকে এসকল কাঠ আটক করা হয়।
বিজিবি’র সূত্র মতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাঃ সুবেঃ মোঃ শহিদ আলম এর নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনার করে করল্ল্যাছড়ি এলাকা থেকে ৯৬.৬২ ঘনফুট (৭৬ টুকরা) সেগুন কাঠ আটক করে। যার আনুমানিক মূল্য ১,২০,৭,৭৫ টাকা। আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগ এর কার্যালয়ে জমা করা হয়েছে।










