পানছড়িতে অসহায়, গরীব ও দুস্থের মাঝে ৩ বিজিবির মানবিক সহায়তা বিতরণ
- আপডেট সময় : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১০১৩ বার পড়া হয়েছে
পানছড়িতে অসহায়, গরীব ও দুস্থের মাঝে ৩ বিজিবির মানবিক সহায়তা বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পার্বত্য জনপদে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর/২৫খ্রিঃ) দুপুর ১২ টার দিকে লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ৪টি সেলাইমেশিন, ২জন অসহায়, গরিব ও দুস্থের মাঝে ঢেউটিন প্রদান ও কুড়াইল্লাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ জন কমলমতি শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও খাতা এবং অংজ মগপাড়াতে বসবাসরত ৪০ পরিবারের বিশুদ্ধ পানিয় জলের জন্য ১টি নলকুপ স্থাপন ও ১জন অসহায় বিদ্ধাকে নগদ অর্থ প্রদান করেন, লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ রবিউল ইসলাম পিপিএম (সেবা)।
শিক্ষা সামগ্রী, নলকুপ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় কালে তিনি বলেন, শান্তি, সমৃদ্ধ ও স্বনির্ভর পার্বত্য অঞ্চল গড়ে তুলতে বিজিবি সবসময়ই জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে।




















