পানছড়িতে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৯৮৫ বার পড়া হয়েছে
পানছড়িতে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত
পলি চাকমা/পানছড়ি, (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২সেপ্টেম্বর/২৫) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর ইউনিটের সভাপতি হাফেজ মোঃ কাওসার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা কমিটির সভাপতি মোঃ জাকির হোসাইন।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা কমিটির সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোজাম্মেল হক, ৩নং পানছড়ি সদর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৫নং উল্টাছড়ি ইউনিয়ন কমিটির সভাপতি সৈয়দ মজনু প্রমূখ।
মোহাম্মদপুর ইউনিটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্টার লক্ষ্যে এবং জনগণের সেবা করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগনের পাশে থাকতে হবে। এবং দেশ, জাতী, মা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।