পানছড়িতে জামায়াতের শীত বস্ত্র বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গরিব, অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় সংগঠনটির কার্যালয়ে পানছড়ি উপজেলা শাখা উদ্যোগ এই বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র কম্বল উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন।
পানছড়ি উপজেলা জামায়াতের সেক্রটারি হাফেজ মোঃ নুরুজ্জামান এর সঞ্চালিত সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির উপজেলা কমিটির বাইতুলমাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আবুল কাশেম প্রমূখ।
এসময় প্রধান অতিথি সংগঠনের নিজস্ব অর্থায়নে সামান্যতম কিছু শীত বস্ত্র উপহার প্রদান করা হচ্ছে উল্লেখ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যানের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছি।