পানছড়িতে নলকূপ স্থাপন করে দিলো বিজিবি
- আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১০৫৪ বার পড়া হয়েছে
পানছড়িতে নলকূপ স্থাপন করে দিলো বিজিবি
মোফাজ্জল হোসেনঃ
পার্বত্য চট্রগ্রামে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন কর্মসূচীর অংশ হিসাবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশুদ্ধ পানিয় জলের জন্য নলকূপ স্থাপন করে দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের আওতাধীন পুজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ চন্দ্রকারবারী পাড়া এলাকায় ১০টি পরিবারের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়।
একই দিনে লোগাং বিওপির দায়িত্বপূর্ণ অংজ মগপাড়া এলাকার ৮টি পরিবারের জন্যও একটি নলকূপ স্থাপন ও উজেয়া বৌদ্ধ বিহারের সংস্কার ও উন্নয়নের জন্য ৭ বান্ডিল ঢেউটিন এবং লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন, অনুদান প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা)।
জানা যায়, পাহাড়ি দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। নতুন এই নলকূপ স্থাপনের ফলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানি সংগ্রহ সহজ হবে এবং স্বাস্থ্যঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
এসময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা) বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজিবি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই বিজিবির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও জোন অধিনায়কের সভাপতিত্বে পুজগাং বিজিবি ক্যাম্প ও লোগাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় প্রতিনিধিরা সীমান্ত এলাকার শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বিজিবির এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করছে। পানছড়িতে বিজিবির এসব কর্মসূচি শুধু উন্নয়নের কাজ নয়, বরং পাহাড়ের মানুষের সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর হৃদ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রসঙ্গত, শুধু পানি নয়, অসহায়, গরীব, দুঃস্থ পরিবারসহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর উন্নয়নেও একের পর এক সহায়তার হাত বাড়িয়েছে বিজিবি।










